ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুশির্দাবাদে গাছ কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১২

কলকাতা: মুর্শিদাবাদ জেলার ডোমকলের পাইকমারি গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ ও বোমাবাজিতে সাজামুল শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।



স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গাছ কাটাকে কেন্দ্র করে সাজামুল শেখের সঙ্গে বিবাদ হয় প্রতিবেশী ঝন্টু শেখের।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে সাজামুল বাড়ি থেকে বের হওয়ার সময় ঝন্টুর সঙ্গে ফের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় ঝন্টুর ছোড়া বোমার আঘাতে ঘটনাস্থলেই সাজামুল নিহত হন এবং আহত হন আরো ৫ জন।

এ ঘটনার পর ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, সাজামুল নিহত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন ঝন্টু শেখ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
আরডি/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।