ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অর্থ সাহায্য: পশ্চিমবঙ্গ বাদে আর সব রাজ্যের সঙ্গে বৈঠকে পিএমও

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১২

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের আগে উত্তরপ্রদেশ ও বিহারসহ কয়েকটি রাজ্যকে উন্নয়ন খাতে আর্থিক সাহায্য দিতে পারে কেন্দ্র। কিন্তু এই তালিকায় পশ্চিমবঙ্গের নাম নেই।



বুধবার সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে বসছে প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)।

ভারতের অর্থমন্ত্রকের বক্তব্য, পশ্চিমবঙ্গ সরকারের সুদ মওকুফ সংক্রান্ত দাবি সংবিধান সম্মত নয়। তাই আর্থিক সাহায্য দেওয়ার ব্যাপারে সমস্যা রয়েছে।

ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রের কাছে রাজ্যগুলির আর্থিক সাহায্যের দাবি নতুন কোনও ঘটনা নয়। কিন্তু কেন্দ্রের জোট রাজনীতিতে আঞ্চলিক দলগুলির গুরুত্ব বাড়ার পর থেকে কেন্দ্র-রাজ্য আর্থিক সম্পর্ক এক নতুন মাত্রা নিয়েছে।

তবে গত এক বছরে কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের দাবি করে সব থেকে বেশি সরব হয়েছে দ্বিতীয় ইউপিএ সরকারের অন্যতম শরিক তৃণমূল।

এক্ষেত্রে রাজ্যের দাবি, ৩ বছরের জন্য সুদ মওকুফ করুক কেন্দ্র। যার পরিমাণ বাত্‍সরিক প্রায় ২৩ হাজার কোটি রুপি।

পশ্চিমবঙ্গ এ দাবি তোলার পর থেকেই আর্থিক সাহায্যের দাবি নিয়ে সরব হতে থাকে বিহার, তামিলনাড়ু, উত্তরপ্রদেশের মত একাধিক রাজ্য।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের আগেই উত্তরপ্রদেশ ও বিহারসহ বেশ কয়েকটি রাজ্যকে উন্নয়ন খাতে আর্থিক সাহায্য দিতে পারে দিল্লি। সেই লক্ষ্যে বুধবার উত্তরপ্রদেশের মুখ্যসচিবসহ কয়েকটি রাজ্যের সচিবদের নিয়ে বৈঠকে বসছে প্রধানমন্ত্রীর দফতর।

সূত্রটি আরও জানাচ্ছে, পশ্চিমবঙ্গের ঋণ মওকুফের দাবি ভারতের সংবিধান সম্মত নয়। সেক্ষেত্রে রাজ্যের দাবি মেনে নিলে, একই সুবিধা দিতে হবে কেরালা, পাঞ্জাবের মত ঋণগ্রস্ত রাজ্যগুলোকেও।

উল্টো অর্থমন্ত্রকের অভিযোগ, একাধিক প্রকল্পের জন্য এরইমধ্যেই পশ্চিমবঙ্গকে যে অর্থ দিয়েছে কেন্দ্র, তা এখনও খরচ করতে পারেনি রাজ্য। কয়েকটি ক্ষেত্রে খরচের হিসেবও দিতে পারেনি রাজ্য। তাই নতুন করে পশ্চিমবঙ্গকে অর্থ দিতে নারাজ দিল্লি।  

অন্যদিকে, বিহারের দাবি, তাদের বিশেষ রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। কেন্দ্র এই স্বীকৃতি দিলে বিশেষ কিছু আর্থিক সুবিধা পাবে বিহার। বিশেষ রাজ্যের তকমা পাওয়ায় এরইমধ্যেই বেশ কিছু রাজ্য এ সুবিধা পাচ্ছে, যা সম্পুর্ণ সংবিধান সম্মত। এছাড়াও যোজনা কমিশনের কাছে পাঁচ বছরের জন্য পরিকাঠামো উন্নয়নে ২০ হাজার কোটি রুপি চেয়েছে।
 
উত্তরপ্রদেশের দাবি হল, রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের বকেয়া টাকা। এছাড়া জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মত একাধিক কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে রাজ্যকে যে অর্থ দেয়, সেই টাকা। যার পরিমাণ আনুমানিক ৯০ হাজার কোটি রুপি।  

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।