ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে কংগ্রেস

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জুলাই ১০, ২০১২

কলকাতা: বিদ্যুতের মাশুল বৃদ্ধিকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে সরকারেই শরিক কংগ্রেস ৷

মঙ্গলবার রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে সংবাদ সম্মেলনে, রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, রাজ্যে বিদ্যুতের মাশুলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৬ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতিবাদ-বিক্ষোভ করবে কংগ্রেস।

এদিন রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া তথ্যকে চ্যালেঞ্জ জানিয়ে এবার পাল্টা তথ্য পেশ করেন প্রদীপ ভট্টাচার্য।



তিনি বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বেড়েছে রাজনৈতিক হিংসার ঘটনা। অসত্য তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি রাজ্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে তাঁকে পাল্টা তথ্য পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার একই ইস্যুতে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল শরিক কংগ্রেস।

কংগ্রেস-তৃণমূলের মধ্যে চাপান-উতোর, সংঘাত ক্রমেই তীব্র হয়ে ওঠায় দুই শরিকের সম্পর্কের ভবিষ্যত নিয়ে অনিবার্যভাবে রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন ৷

রাষ্ট্রপতি নির্বাচনের পর এবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনেও কার্যত তৃণমূলকে এড়িয়ে পছন্দের প্রার্থীকে জেতানোর তোড়জোড় শুরু করে দিয়েছে কংগ্রেস ৷

উপ-রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বারের জন্য হামিদ আনসারির নাম নিয়ে ইতিমধ্যেই জেডি-এস নেতা এইচ ডি দেবেগৌড়া ও সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ৷ কিন্তু, তৃণমূলের সঙ্গে কংগ্রেসের যোগাযোগের কোনও খবর নেই৷ ফলে, রাজনৈতিক মহলে জল্পনা, তাহলে কি আগামী দিনে তৃণমূলকে এড়িয়েই এগোতে চাইছে কংগ্রেস?

এই প্রেক্ষাপটেই রাজ্য সরকারের বিরুদ্ধে জোরালোভাবে পথে নামতে চলেছে রাজ্য কংগ্রেসও। রাষ্ট্রপতি নির্বাচনের পর যে কংগ্রেস নানা ইস্যুতে রাজ্যজুড়ে বিক্ষোভ-মিছিলে নামতে পারে তারও স্পষ্ট ইঙ্গিত এদিন দিয়েছেন প্রদীপ ভট্টাচার্য ৷

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
আরডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।