ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ২

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ১১, ২০১২

কলকাতা: কলকাতায় বুধবার পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

এদিন,  উত্তর কলকাতার ব্রেবোন রোডে পণ্যবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে গেলে ১ জন পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

আহত হন ২জন। তাদের মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির পরিচয় জানা যায় নি। লরির চালক পলাতক।

অন্যদিকে, এদিন সকালে আরও একটি সড়ক দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কলকাতার নাকতলায় একটি তেলের ট্যাঙ্কার ধাক্কা মারে ১ জন সাইকেল আরোহীকে।

ঘটনাস্থলে সাইকেল আরোহী নিহত হন। এরপরে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।