ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় দুই দিনের কর্মবিরতি পালন করছে আইনজীবীরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বুধবার থেকে রাজ্যে দুই দিনের কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা।
কর্মবিরতির জেরে এদিন প্রায় কোনো আদালতেই কোনো কাজ হচ্ছে না।

প্রতিদিনের আনেক চেনা ব্যস্ততা এদিন উধাও রাজধানীর আদালতগুলো থেকে।

বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বিলসহ কেন্দ্রীয় সরকারের চারটি আইনের প্রস্তাবকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খতিকারক বলে আখ্যা দিয়েছে হাই কোর্ট বার অ্যাসোসিয়েশন।

এই চার বিলের প্রতিবাদে ১১ জুলাই থেকে সারা দেশের সাথে গুয়াহাটি হাই কোর্ট আগরতলা বেঞ্চেও দুই দিনব্যাপী কর্ম বিরতিতে সামিল হয়েছেন আইনজীবীরা।

এই বিলগুলো আইন হিসাবে কার্যকর হলে আইনজীবী এবং আইনের ছাত্র ছাত্রী যারা আছেন তাদের উপর ক্ষতিকর প্রভাব পড়বে বলে মনে করছে ভারতীয় বার কাউন্সিলও।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০১২
টিসি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।