ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অবশেষে জেল থেকে মুক্ত ভারতের অ্যাথলিট পিঙ্কি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১২
অবশেষে জেল থেকে মুক্ত ভারতের অ্যাথলিট পিঙ্কি

কলকাতা: অবশেষে জেল থেকে বুধবার মুক্তি পেলেন ভারতের আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলেট পিঙ্কি প্রামানিক।

সোমবারই বারাসত আদালত তাকে জামিন দেন।

ওই দিন রাত হয়ে যাওয়ায় সংশোধনাগার (কারাগার) কর্তৃপক্ষ তাকে ছাড়তে পারেনি।

বুধবার সকাল সাড়ে ৯টায় দমদম সংশোধনাগার থেকে তার জামিন হয়। ২৫ দিন জেলে থাকার পরে তিনি বাইরে এলেন। এদিন পিঙ্কির জামিনের সময় ছিলেন তার বাবা এবং সাবেক সাংসদ ও অ্যাথলেট জ্যোতির্ময়ী শিকদার।

কয়েকদিন ধরে তার ওপরে যে মানসিক অত্যাচার হয়েছে তাতে পিঙ্কি অনেকটাই বিধ্বস্ত। পিঙ্কি অভিযোগ করেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। ’ তবে তিনি মানহানির মামলা করবেন কিনা তা তার আইনজীবীর সঙ্গে কথা বলেই ঠিক করবেন।

জেল থেকে বেরিয়ে তার নিজস্ব ফ্ল্যাটে প্রবেশ নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ধরে থানা ও বাড়িতে ঘোড়দৌঁড় চলে। পিঙ্কির ফ্ল্যাটের চাবি তার সঙ্গী অভিযোগকারিনীর কাছে থাকায় দরজা খোলা সম্ভব হয়নি। পরে অবশ্য পুলিশ এসে তার ফ্ল্যাটের চাবি তাকে ফেরত দেয়।

উল্লেখ্য, নারী অ্যাথলিট পিঙ্কি প্রামানিক অপর এক নারী অনামিকা আচার্যকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন অনামিকা নিজেই। নারীর ছদ্মবেশে পিঙ্কি আসলে পুরুষ এ অভিযোগও তোলা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পিঙ্কিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবারই আদালতে বিচারক জানান, শারীরিক পরীক্ষায় তার দেহে পুরুষাঙ্গ বা স্ত্রী অঙ্গের অস্তিত্ত্ব পাওয়া যায়নি। তার দেহে জিনগত ও হরমোনগত বৈষম্য ধরা পড়েছে। তিনি শারীরিক সম্পর্ক গড়তে সক্ষম কিনা তারও প্রমাণ মেলেনি। কাজেই তার বিরুদ্ধে ৩৭৬ ধারা প্রযোজ্য কিনা সে প্রশ্ন থেকেই যায়। শেষে বিচারক তাকে জামিনে মুক্তি দেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।