ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আদালতের রায় আমরা মেনে নেবো: ত্রিপুরার উচ্চশিক্ষা মন্ত্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের  জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল নিয়ে প্রায় পক্ষকাল ধরে টানাপড়েন চলার পর এবার মুখ খুলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার দুপুরে মহাকরণে উচ্চশিক্ষা মন্ত্রী অনিল সরকার সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বক্তব্য তুলে ধরেন।



তিনি সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড একটি স্বসাশিত সংস্থা। রাজ্য সরকার এর কাজকর্মে কোনো ভাবেই হস্তক্ষেপ করে না।

অনিল সরকার সাংবাদিকদের জানান, ‘‘জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলাফল নিয়ে একটি মেয়ে আদালতে মামলা করেছে। আমরা সেই মেয়েকে অভিনন্দন জানাই, যে সে সাহস করে একটি সংস্থাকে চ্যালেঞ্জ করেছে। আদালতে মামলা চলছে। যা রায় বের হবে তা আমরা এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ড মেনে নেবে। ’’

তিনি স্পষ্ট করে দেন, ‘‘আমার ও আমাদের ওপর সম্পূর্ণ আস্থাশীল যে, সরকার এবং বিভিন্ন সরকারি সংস্থা স্বচ্ছতা নিয়ে কাজ করছে। ’’

উল্লেখ্য,  ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলাফল বের হয় গত ৭ জুন। এর পরই তিন ছাত্র-ছাত্রী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন। নিম্ন আদালত ওই মামলা খারিজ করে দেয়। পরে হাইকোর্টে যান  ওই তিন জন।

প্রথমিক ভাবে হাইকোর্ট জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিং এক দিন পিছিয়ে দেন। ১০ জুলাই সে মামলার পুনরায় শুনানি হয়। ওই দিন বোর্ডের পক্ষে জবাব দেবার কথা ছিল। কিন্তু তাদের বক্তব্যে সন্তুষ্ট হননি আদালত। সমস্ত খাতা বাজেয়াপ্ত করে আদালতে দিতে বলা হয়েছে।

রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং তাদের ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে। এ অভিযোগে তারা সারা রাজ্যে আন্দোলনে নেমেছে। শুক্রবার ত্রিপুরা বন্ধের ডাকও দিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ১২, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।