ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিহারে মালগাড়ি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২

কলকাতা: ভারতের বিহার রাজ্যের গয়া-মোঘলসরাই রুটে একটি কয়লা বোঝাই মালগাড়ি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিহারের দূর্গাবতী স্টেশনের কাছে মালগাড়ির ২৬টি ওয়াগন লাইনচ্যুত হয়।

ফলে ওই রূটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বহু দূরপাল্লার ট্রেন। ৩টি রাজধানী এক্সপ্রেস, কালকা মেল, শিপ্রা এক্সপ্রেসসহ প্রায় ৫০টি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। অস্বাভাবিক দেরিতে ওই ট্রেনগুলো চলাচল করছে। ভোগান্তির শিকার হচ্ছেন ট্রেনের যাত্রীরা।

এদিকে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ওই লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। রাতেই মালগাড়িটি সরিয়ে লাইন সারানোর কাজ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর লাইনটিতে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।