ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রণব মুখার্জির প্রার্থিতা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন ইউপিএর প্রার্থী প্রণব মুখার্জির প্রার্থিতা চ্যালেঞ্জ করে শুক্রবার একটি জনস্বার্থ  মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে।

কলকাতা হাইকোর্টে রামকৃষ্ণ সরকার নামে এক ব্যক্তির রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতাকে কেন্দ্র করে দায়ের করা জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতি জয়নারায়ন প্যাটেল জানিয়ে দেন, ডিভিশন বেঞ্চ আইনজীবী ছাড়া কোনো ব্যক্তির মামলা শুনবেন না।



তাই তিনি মামলাটি ডিভিশন বেঞ্চ কল্যাণ জ্যোতি সেনগুপ্তের এজলাসে পাঠিয়ে দেন।

রাষ্ট্রপতি নির্বাচন ১৯ জুলাই। দিল্লি থেকে এ মামলার রায় শুনতে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল গৌরব বন্দ্যোপাধ্যায় কলকাতায় এসেছেন। এ নির্বাচনের দায়িত্ত্ব সম্পূর্নভাবে নির্বাচন কমিশনের হাতে। আদালত এখানে হস্তক্ষেপ করতে পারেন না বলেই তার দাবি।

উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপতি পদের অপর প্রার্থী পূর্ণ সাংমা নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটের চেয়ারম্যানের মতো লাভজনক পদে রয়েছেন প্রণব মুখার্জি। কাজেই তিনি রাষ্টপতি পদপ্রার্থী হতে পারেন না।

নির্বাচন কমিশন তার এ দাবি খারিজ করে জানায়, আগেই প্রণব মুখার্জি ওই পদ থেকে সরে দাঁড়ান। কাজেই তার মনোনয়নপত্র বৈধ। এরপর সই জাল ও নতুন করে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনকে আবেদন জানান পূর্ন সাংমা। তাও নির্বাচন কমিশন খারিজ করে দেয়।

এদিকে, রাষ্ট্রপতি পদকে ঘিরে ক্ষমতাসীন জোটের দুই শরিক কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক টানাপড়েন নতুন মোড় নিয়েছে। বৃহস্পতিবার প্রণব মুখার্জি দেশের সমস্ত সাংসদদের কাছে রাষ্ট্রপতি পদে তাকে ভোট দেওয়ার জন্য চিঠি লেখেন।

সেই চিঠি এসে পৌঁছেছে তৃণমূল কংগ্রেসের সাংসদদের হাতেও। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, প্রণব মুখার্জির চিঠিকে স্বাভাবিকভাবে দেখবে না তৃণমূল শিবির। বরং তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসের বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ উঠতে পারে।

রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জির নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে শরিকি টানাপড়েন। তৃণমূল প্রধান পশ্চিমবেঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, প্রণব মুখার্জিকে সমর্থন করবে না তার দল।

কংগ্রেসের পক্ষ থেকে চেষ্টা চলছে, বড় শরিক তৃণমূলের সঙ্গে দূরত্ব মেটানোর। সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরই দুই শরিকের মধ্যে সংঘাত চরমে পৌঁছায়।

কলকাতা সফরের সময় প্রণব মুখার্জি তার ঘনিষ্ঠ মহলে ইঙ্গিত দেন রাষ্ট্রপতি নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে চিঠি পাঠাবেন তৃণমূল শিবিরে। মনে করা হচ্ছে, রাজনীতির সঙ্গে সরাসরি যোগাযোগ ছিন্ন করার আগে কংগ্রেসের মুশকিল আসান প্রণব মুখোপাধ্যায় তৃণমূলকে জয় করার শেষ চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।