ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ২ টাকা কেজিতে চাল দেবে বামফ্রন্ট সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ২ টাকা কেজিতে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার বামফ্রন্ট সরকার। গরিব মানুষকে সস্তা দরে এ চাল দেওয়া হবে।



২০১৩ সালের বিধানসভা নির্বাচন বড় জোর হাতে গোনা সাত মাস বাকি। আর নির্বাচনের প্রাক্কালে বড় সড় এ চমক দিল রাজ্য সরকার।

গরিব লোকজনদের অল্প দামে চাল দেওয়ার এ সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের এ সিদ্ধান্তে রাজ্যের প্রায় ১৫ লাখ মানুষ উপকৃত হবেন।

তিনি জানান, বিপিএল ও অন্ত্যোদয় যোজনায় বরাদ্দকৃত চালের দাম কমিয়ে আনা হয়েছে ২ টাকা কেজি দরে। আগামী আগস্ট মাস থেকেই হ্রাসকৃত এ মূল্য কার্যকর হবে।
তিনি জানান রাজ্যে বর্তমানে বিপিএল কার্ড রয়েছে ১ লাখ ৮১ হাজার ৮শ’ ৭৬টি। অন্ত্যোদয় যোজনায় কার্ড রয়েছে ১ লাখ ১৩ হাজার ১শ’ ২৪টি।

এতে বছরে রাজ্য কোষাগার থেকে অতিরিক্ত ব্যয় হবে ৩৬ কোটি টাকা।

এপিএল কার্ড হোল্ডার রয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৩শ’ ৬৬ জন। কার্ড পিছু চাল সরবরাহ করা হয় ১৮ কেজি। আগামী মাস থেকে তা বাড়িয়ে করা হবে ২০ কেজি।

মানিক সরকার জানিয়েছেন, হিসেব করে দেখা গেছে, দশ থেকে পনের শতাংশ কার্ড হোল্ডার রেশন থেকে চাল সংগ্রহ করেন না। এপিএলের এ অতিরিক্ত চাল অন্যদের মধ্যে বণ্টন করা হবে।

মুখ্যমন্ত্রী নিজে রাজ্য সরকারের এ সিদ্ধান্তকে দুঃসাহসিক বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘‘আমাদের ক্ষমতা সীমিত। তারপরও আমরা গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কারণ, বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে। কমছে টাকার দাম। এ অবস্থায় গরীব মানুষের পক্ষে জীবন ধারন করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। তাই সরকার সীমিত ক্ষমতা মধ্যে দাঁড়িয়েও অল্প দামে গরিব মানুষকে চাল দেবার সিদ্ধান্ত নিয়েছে। ’’

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।