ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সোনিয়ার নৈশভোজের আমন্ত্রণে মমতার না

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে ইউপিএ-২ এর দুই জোটের শরিকের সর্ম্পক এবার তলানিতে গিয়ে ঠেকল। দিল্লিতে সোনিয়া গান্ধির নৈশভোজের আমন্ত্রণ শুক্রবার প্রত্যাখ্যান করলেন মমতা ব্যানার্জি।



ইউপিএর চেয়ারপার্সন কংগ্রেস সভানেত্রী সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ পটেল ফোন করেন মমতাকে। টেলিফোনে তিনি মুখ্যমন্ত্রীকে দিল্লিতে নৈশভোজে হাজির থাকার আমন্ত্রণ জানান ৷

দিল্লির কংগ্রেস সূত্রে জানা গেছে, এদিন সোনিয়ার রাজনৈতিক সচিব মুখ্যমন্ত্রীকে বলেন, ‘১৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের আগে ১৮ জুলাই এক নৈশভোজের আয়োজন করেছেন সোনিয়া গান্ধী ৷ সোনিয়াজি চান, সেই নৈশভোজে আপনি আসুন ৷’

তিনি আরও বলেন, ইউপিএ-র শরিক দল ও বাইরে থেকে যে দলগুলো ইউপিএ-র প্রার্থীকে সমর্থন করছেন, তাদের সবাইকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে ৷

কিন্তু মমতা ব্যানার্জি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে জানিয়ে দেন, ২১ জুলাই কলকাতায় শহীদ দিবস পালনের প্রস্তুতির জন্য তার ওই নৈশভোজে যোগ দেওয়া সম্ভব নয় ৷

বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
আরডি/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।