ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিদেশেও রক্ত পাঠানোর ঘোষণা ত্রিপুরা সরকারের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): মুমূর্ষু মানুষের প্রয়োজনে রাজ্যের বা দেশের বাইরেও রক্ত পাঠানোর ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

রোববার দুপুরে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।



তিনি বলেন, এখন রাজ্যের প্রয়োজনে রক্ত প্রায় সবটাই স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে সংগৃহীত হচ্ছে। প্রায় ৯৭ শতাংশ রক্ত আসছে স্বেচ্ছাদাতাদের কাছ থেকে। এটা খুব ভালো বিষয়। গত কয়েক বছর ধরে দেশের মধ্যে ত্রিপুরা প্রথমস্থানে আছে স্বেচ্ছা রক্তদানের বিষয়ে।

মানিক সরকার জানান, হিসাব করে দেখা গেছে রাজ্যের ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে যারা আছেন তাদের ১ শতাংশের মতো মানুষ রক্তদান করেন। এই সংখ্যাটা যদি আমরা পাঁচ শতাংশে নিয়ে যেতে পাড়ি তবে রাজ্যের সব প্রয়োজন মিটিয়েও মানুষের প্রয়োজনে আমরা রক্ত ত্রিপুরা এবং দেশের বাইরে পাঠাতে পারব। এটা আমদের জন্য এক গৌরবজনক কাজ হবে যে মুমূর্ষু মানুষের স্বার্থে আমরা দাঁড়াতে পেরেছি।

মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ১২/১৫ বছর আগে রাজ্যে রক্ত দানের এমন পরিবেশ ছিল না। তখন রাজ্যের প্রয়োজনের রক্তের মাত্র ২০-২৫ শতাংশ স্বেচ্ছাদানের মাধ্যমে সংগৃহীত হত। আর বাকি রক্ত আমাদের আনতে হত বাইরে থেকে। রক্তের অভাবে অনেকে মারাও যেতেন। সে পরিস্থিতি আমরা কাটিয়ে উঠেছি। ফলে যখন আমাদের সুযোগ তৈরি হয়েছে তখন আমরা রাজ্যের বাইরের মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াব।

বাংলাদেশ সময় : ১৩৫৫ ঘন্টা, জুলাই ১৫, ২০১২
সম্পাদনা : বেনু সূত্রধর,নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।