ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্যেও বাড়ছে কন্যাভ্রূণ হত্যা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যেও বাড়ছে কন্যাভ্রূণ হত্যা। চরম অমানবিক এ ঘটনা স্বীকার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এ ব্যাপারে চরম উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।

মানিক সরকার জানান, ২০১১ সালের আদমশুমারির যে প্রতিবেদন হাতে এসেছে তাতে দেখা গেছে, দেশে প্রতি হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা দিন দিন কমছে।

সবচেয়ে খারাপ অবস্থা ০ থেকে ৬ বছরের শিশুদের মধ্যে। ভারতজুড়ে এ বয়সী কন্যা সন্তানের সংখ্যা প্রতি বছর কমছে।

তবে সারা দেশের যে অবস্থা তার চেয়ে কিছুটা ভালো জায়গায় আছে ত্রিপুরা। কিন্তু এরপরও সেখানে কন্যা সন্তানের সংখ্যা কমছে, যা উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরার মধ্যে আবার আগরতলা শহরেই কন্যা সন্তানের সংখ্যা কম। শহরেই কন্যাভ্রুণ হত্যার ঘটনা ঘটছে বেশি।

এ সম্পর্কে সরকারের হাতে কোনো শক্ত প্রমাণ না থাকলেও আদমশুমারির যে প্রতিবেদন আসতে শুরু করেছে তা সেরকমই ইঙ্গিত করছে।

মানিক সরকার বলেন, “আমাদের রাজ্যে এ ধরনের ঘটনা লজ্জাকর। ”

নারীদের প্রতি সহানুভূতিশীল ও যত্নশীল হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কন্যাভ্রুণ হত্যা যদি বন্ধ করা না যায়, তবে স্ত্রী-পুরুষের সমান অধিকার সেটা কথার কথা হয়ে থেকে যাবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।