ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় আইন অমান্য করে গ্রেফতার বিমান বসুসহ বাম নেতারা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১২

কলকাতা: বামফ্রন্টের কেন্দ্রীয় আইন অমান্য কর্মসূচি পালন করে গ্রেফতার বরণ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুসহ শীর্ষ বাম নেতারা। তাদের সঙ্গে গ্রেফতার হন হাজার হাজার নেতাকর্মীও।



মূল্যবৃদ্ধি, কৃষকদের দুর্দশা, আইনশৃঙ্খলার অবনতি, নারীদের ওপরে ক্রমবর্ধমান আক্রমণ ইত্যাদির প্রতিবাদে সোমবার জেলায় জেলায় আইন অমান্য কর্মসূচির পর মঙ্গলবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামফ্রন্টের কেন্দ্রীয় আইন অমান্য কর্মসূচি পালিত হয়েছে কলকাতায়।

অন্য কর্মসূচির জন্য ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউ আগে থেকে ‘বুক’ থাকায় কলকাতায় বামেদের আইন অমান্যের কর্মসূচি পালিত হয় ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে।

এ কর্মসূচিতে অংশ নিয়েই গ্রেফতার বরণ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক প্রবীন নেতা অশোক ঘোষ, আরএসপির রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী, সিপিআইয়ের রাজ্য সম্পাদক মঞ্জু কুমার মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রসহ বহু নেতা-নেত্রীসহ কয়েক হাজার কর্মী-সমর্থক।

বামফ্রন্টের এ কর্মসূচির কারনে মধ্য কলকাতায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এদিকে মঙ্গলবারই শিলিগুড়িতে উত্তরবঙ্গের কেন্দ্রীয় জমায়েত হওয়ার কথা থাকলেও শিলিগুড়িতে বন্যা পরিস্থিতির কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।