ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় রাজনৈতিক সঙঘর্ষে আহত ২৪

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা): রাজনৈতিক সঙঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল সদর পূর্ব। মঙ্গলবার সন্ধ্যা থেকে এখানে শুরু হয়েছে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে সঙঘর্ষ।

রাত পর্যন্ত খবর প্রায় ২৪ জন আহত হয়েছেন।

গত ১৩ জুলাই ত্রিপুরা হরতালের দিন যে বিক্ষিপ্ত ঘটনা হয়েছিল তার প্রতিবাদে মঙ্গলবার সদর পূর্বের রানির বাজারে প্রতিবাদ মিছিল বের করে মজলিশপুর ব্লক কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় এই মিছিলে আক্রমণ চালায় সি পি আই- এম । স্থানীয় সিপিএম নেতৃবৃন্দ বলেছেন সন্ধ্যায় কংগ্রেসের মিছিল থেকে আক্রমণ চালানো হয় তাদের কর্মী সমর্থদের ওপর।

স্থানীয়রা জানিয়েছেন দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে তর্ক বিতর্ক এবং পরে শুরু হয় ঢিল ছোড়াছুড়ি ও লাঠিপেটা। ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যান।

উভয় দলের আক্রমণ ও পাল্টা আক্রমনে কংগ্রেসের ১৪ জন ও সিপিআই-এমের ১০ জন আহত হন। পরে এদের জিবি হাসপাতালে পাঠানো হয়। এদিকে রাতে কংগ্রেসের পক্ষ থেকে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করা হয়।

পরে সেন্ট্রাল ডিএসপির প্রতিশ্রুতিতে অবরোধ মুক্ত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস বৃস্পতিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রে ২৪ ঘণ্টার হরতালের ডাক দেয়। অন্যদিকে রানির বাজার ব্যবসায়ী সমিতি ১২ ঘণ্টার  বাজার হরতালের ডাক দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। দুই দলের সমর্থকরাই এখনো রাস্তায়। এলাকায় থমথমে পরিবেশ। গত কয়েক মাস যাবত একের পর এক রাজনৈতিক স‍ঙঘর্ষের ঘটনা ঘটছে এ এলাকায়।

বাংলাদেশ সময় :  ১২৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
তন্ময়/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।