ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নারী অটোচালক ভারতের উপরাষ্ট্রপতি প্রার্থী!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
নারী অটোচালক ভারতের উপরাষ্ট্রপতি প্রার্থী!

নয়াদিল্লি: ভারতের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হচ্ছেন উত্তরভারতের প্রথম নারী অটো রিকশাচালক দিল্লির সংসদ মার্গের ৩৫ বছরের সুনিতা চৌধুরী।

ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের পদাঙ্ক অনুসরণ করে দেশের জন্য কিছু করতে চান তিনি।



তিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো ঘোড়ায় চেপে সংসদ ভবনের ভেতরে ঢুকতে গেলে তাকে জানানো হয়, ওই দিনের মত মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শেষ হয়ে গেছে।

সুনিতা বলেন, ‘নিরাপত্তারক্ষীরাই আমার সময় নষ্ট করে দিয়েছে। আগামীকাল ঠিক সময়ে আমি মনোনয়নপত্র জমা দেব। ’

উত্তর প্রদেশের মিরাটের বাহাদুরপুরে সুনিতার জন্ম। তিনি দশম শ্রেণি বোর্ডের পরীক্ষায় পাশ করে দিল্লিতে চলে আসেন। শহরের রাস্তায় চুল কেটে, প্যান্ট-সার্ট পরে ১০ বছর আগে অটোরিকশা চালানো শুরু করেন।

সুনিতা বলেন, ‘সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং এবং বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির উচিত আমাকে পদ ছেড়ে দেওয়া। যদি মনোনীত হই তবে নারীদের জন্য অধিকার সংরক্ষণ, যৌতুক প্রথা বন্ধ, হিংসামুলক কাজ বন্ধ করার প্রতিশ্রুতি দিচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
আরডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।