ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শনিবার শহীদ দিবস পালন করবে তৃণমূল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১২

কলকাতা: শনিবার ‘২১ জুলাইয়ের শহীদ দিবস’ পালন করবে তৃণমূল কংগ্রেস। রাজ্যে সরকার গড়ার পর দ্বিতীয়বারের মতো এ দিবসের সমাবেশ অনুষ্ঠিত হবে ধর্মতলায়।



সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ শহরে হাজির হয়েছেন। শুক্রবারের মধ্যে লক্ষাধিক মানুষ শহরে পৌঁছে গেছেন বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের থাকা ও খাওয়ার জন্য বিভিন্ন শিবির করা হয়েছে। আগত সদস্য ও সমর্থকদের সুবিধার জন্য শিয়ালদহ ও হাওড়া স্টেশনে বিশেষ ব্যাবস্থা রাখা হয়েছে। বিভিন্ন নেতা–নেত্রীকে দলের পক্ষ থেকে পৃথক দায়িত্ব দেওয়া হয়ছে।

সাবেক বামফ্রন্ট সরকারের আমলে ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণের সামনে তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে একটি মিছিলের ওপরে পুলিশ গুলি চালালে ১৩ জনের মৃত্যু হয়। এ ঘটনা স্মরণেই শহীদ দিবস পালন করে আসছে তৃণমূল কংগ্রেস।
 
ধর্মতলায় শহীদ দিবসের সমাবেশ উপলক্ষে মঞ্চসজ্জার কাজও প্রায় শেষ। তৃণমূলের নেতা-নেত্রীরা বেশ কয়েকবার মঞ্চ ও আশপাশের এলাকা পরিদর্শন করে গেছেন। নিরাপত্তার দিকটি খতিয়ে দেখতে কলকাতা পুলিশ কমিশনার ও অন্যান্য কর্মকর্তাও সমাবেশস্থল পরিদর্শন করে গেছেন।

এদিকে ১৯৯৩ সালের ২১ জুলাই গুলি চালানোর মামলায় শুক্রবার আদালতে কয়েকটি থানার ওসির সাক্ষ্যগ্রহণের কথা ছিল। সে অনুসারে সাবেক বিচাপতি সুশান্ত কুমার চট্টোপাধ্যায়ের এজলাসে আসেন। কিন্তু জিটিএ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় স্বরাষ্ট্র সচিব বাসুদেব ব্যানার্জি আদালতে উপস্থিত হতে পারেননি। ফলে সাক্ষ্যগ্রহণ মুলতবি হয়ে যায়।

তৃণমূল কংগ্রেস শাসনে আসার পরে গত বছরের ৪ নভেম্বর থেকে তদন্ত কমিশন গঠন করে এ ঘটনার বিচার করছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।