ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শরদ পাওয়ারের ইস্তফা গুজব : প্রফুল্ল প্যাটেল

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০১২

নয়াদিল্লি : মন্ত্রীসভা থেকে ইউপিএ-এর অন্যতম জোটসঙ্গী ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান তথা কৃষিমন্ত্রী শরদ পাওয়ারের পদত্যাগের জল্পনা উড়িয়ে দিলেন প্রফুল্ল প্যাটেল।

প্রণব মুখার্জির ছেড়ে যাওয়া দু’নম্বর জায়গাটি কে নেবেন, এ নিয়ে বিতর্কের জেরে এদিন এই দুই ক্যাবিনেটমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বলে জল্পনা ওঠে।

পরে জানা যায়, এই বিষয়ে শরদ পাওয়ার জটিলতা কাটাতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন।

সোনিয়া ও পাওয়ার বৈঠকের সূত্র অনুযায়ী দ্বিতীয় আসন তুলে দিয়ে তিন সদস্যের একটি কমিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটিতে থাকবেন পাওয়ার, এ কে অ্যান্টনি ও লোকসভার একজন অকংগ্রেসী নেতা। প্রধানমন্ত্রীর অনুপস্থিতে এই কমিটিই মন্ত্রীসভার যাবতীয় সিদ্ধান্ত নিতে পারবে।

পরে শরদ পাওয়ার তার দলের অন্য নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর প্রফুল্ল প্যাটেল কংগ্রেসের একাংশের প্রতি ক্ষোভ উগড়ে বলেন যে বিভ্রান্তিমূলক খবর ছড়ানোর জন্য কংগ্রেস নেতৃত্বের একাংশই দায়ী। ইস্তফার কোনও প্রশ্নই নেই। এনসিপি দায়িত্বশীল জোটসঙ্গী এবং পরবর্তী নির্বাচনেও ইউপিএ-র জোটসঙ্গী থাকবে তারা। সোমবার ফের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জির নির্বাচিত হওয়া নিশ্চিত হওয়ার পরই বেশ কিছু দিন ধরেই মন্ত্রীসভার দু’নম্বর স্থানটি কে পাবেন, এই নিয়ে ইউপিএ জোটের মধ্যে বিতর্ক চলছিল। আর তা নিয়েই কংগ্রেস-এনসিপি দ্বন্দ্ব ক্রমশই চরমে উঠেছে।

এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ‘নাম্বার টু’ জায়গাটি পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু সোনিয়া এই জায়গায় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিকে বসাতে চাইছেন বলে খবর। আর তা নিয়েই এখন সংঘাত চরমে ওঠে।

বাংলাদেশ সময় : ২১৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।