ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব এগিয়ে

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১২
রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব এগিয়ে

নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম রাউন্ডে এগিয়ে রয়েছেন প্রণব মুখার্জি।

এদিন দুপুর ১২টা ভোট গণনা শুরু হওয়ার পর দেড়টা নাগাদ জানানো হয়, প্রথমে লোকসভার সাংসদদের ভোট গণনা হয়।

এতে প্রণব মুখার্জি পেয়েছেন ৫২৭টি ভোট যার ভোট মূল্য ৩ লাখ ৭১ হাজার ১১১ ভোট। অন্যদিকে, পিএন সাংমা পেয়েছেন ২০৫টি ভোট। যার ভোট মূল্য  ১ লাখ ৪৫ হাজার ৮৪৮ ভোট।

১৫টি ভোট বাতিল হয়েছে। এরপর বিভিন্ন রাজ্যের বিধানসভা ও রাজ্যসভার ভোট গণনা শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।