ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মানুষের ভালোবাসায় আমি আপ্লুত: প্রণব

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১২
মানুষের ভালোবাসায় আমি আপ্লুত: প্রণব

নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের পর প্রণব মুখার্জি ও পিএন সাংমা তাদের প্রতিক্রিয়া রোববার বিকালে জানিয়েছেন।

নির্বাচিত হওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রণব মুখার্জি বলেন, ‘খুবই ভালো লাগছে।

দেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। গত একমাস ভারতের সর্বত্র ঘুরেছি। সব জায়গায় স্বতস্ফূর্ত ভালোবাসা পেয়েছি। মনে হয়েছে যেন এটা রাষ্ট্রপতি নির্বাচন নয়। সাধারণ নির্বাচন। আমি মানুষের বিশ্বাসের মর্যাদা যেন রাখতে পারি’।

অন্য দিকে পিএন সাংমা সংবাদসম্মেলনে বলেন, আমি প্রণব মুখার্জিকে অভিনন্দন জানাই। ওনার সাফল্য কামনা করি। যারা আমায় ভোট দিয়েছিলেন তাদের ধন্যবাদ। আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনে লড়াইটা সম্মানের।

এদিকে, এদিন প্রণব মুখার্জিকে ফোন করে শুভেচ্ছা জানান। প্রণব তাকে ধন্যাবাদ জানিয়ে বলেন, তৃণমূল তাকে সমর্থন না করলে এই জয় অসর্ম্পূণ থাকত।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১২

আরডি/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।