ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আন্দোলন শুরু ত্রিপুরার আত্মসমর্পণকারী জঙ্গিদের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা): নীরব প্রতিবাদ শুরু করেছেন আত্মসমর্পণকারী জঙ্গিরা। সোমবার থেকে শুরু হয়েছে তাদের এ আন্দোলন।



জঙ্গিদের বক্তব্য, আত্মসমর্পণের সময় তাদের সঙ্গে যে চুক্তি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের হয়েছিল, তা খেলাপ করা হচ্ছে।

প্রাক্তন বৈরীরা হঠাৎ করে আন্দোলন শুরু করায় রাজধানী দিল্লির পুলিশ কর্মকর্তাদের মধ্যে দৌঁড়ঝাপ শুরু হয়ে পড়েছে।   বেকায়দায় পড়েছে রাজ্য সরকারও।

এটিটিএফ, এনএলএফটি, টিটিডিএফসহ মোট আটটি প্রাক্তন বৈরীদের সংগঠন যৌথভাবে এ আন্দোলন শুরু করেছে।

২০১০ সালে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেওয়া আর্থিক প্যাকেজ অতিসত্ত্বর প্রাক্তন বৈরীদের প্রদান করাসহ সাত দফা দাবি আদায়ে আবারো আন্দোলনে নেমেছেন ১৯৯৫ সাল থেকে রাজ্যে আত্মসমর্পন কারি বৈরীরা।

সোমবার সকাল থেকে রাজধানী আগরতলার গুর্খা বস্তিতে আন্দোলনে বসেন প্রাক্তন বৈরীরা।

প্রাক্তন বৈরী সংগঠনের সাধারণ সম্পাদক শক্তিসাধন জমাতিয়া জানান, সরকার যতোদিন না প্রতিশ্রুতি দিচ্ছে ততোদিন তারা এখানে বসে নীরব প্রতিবাদের মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে যাবেন।

সংগঠনের সভাপতি উত্তমজয় রিয়াং অভিযোগ করেন, আত্মসমর্পণকালে প্রতিশ্রুতি মতো যে ৬২ হাজার ৭০০ টাকা করে তাদের দেওয়ার কথা ছিল, তা এখনও দেয়নি সরকার। অন্যদিকে আইএওয়াই প্রকল্পে প্রাক্তন বৈরীদের ঘর দেওয়ার কাজও এখনও শুরু করেনি।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।