ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় পাহাড় ধসে শ্রমিক নিহত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় পাহাড় ধসে দুলাল দেবনাথ নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার উদয়পুরে এ দুর্ঘটনা ঘটেছে।



এদিন তিনিসহ আরও কয়েকজন উদয়পুরের গোকুলপুর গ্রামে রেগার কাজ করছিলেন। কাজের ফাঁকে শ্রমিকরা বিশ্রাম করছিলেন একটি পাহাড়ের ঢালে।

উপর থেকে হটাৎ মাটি ভেঙে পড়লে চাপা পড়েন ৪ জন। বাকিরা কোনো রকমে পালিয়ে বাঁচে যান। কিন্তু এরপরও বেশ কয়েকজন আহত হন এ ঘটনায়।

দমকল এবং পুলিশের কর্মীরা এসে মাটির নিচ থেকে ৪ শ্রমিককে উদ্ধার করে। ততক্ষণে মারা গেছেন দুলাল দেবনাথ। এ ঘটনায় আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার খবর পেয়ে প্রশাসনের লোকজন সেই গ্রামে ছুটে গেছেন।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।