ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন প্রণব মুখার্জি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন প্রণব মুখার্জি

নয়াদিল্লি: ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসাবে বুধবার শপথ নিলেন প্রণব মুখার্জি৷

এদিন সকাল ৯টায় তার ১৩ নম্বর তালকাটোরা রোডের বাসভবন থেকে রাজঘাটে যান প্রণব মুখার্জি৷ সেখানে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান তিনি৷

এরপর শক্তিস্থল, বীরভূমি, শান্তিবন ও বিজয়ঘাটে যান তিনি৷ শ্রদ্ধাজ্ঞাপন করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর সমাধীস্থলে৷

সেখান থেকে রওনা দিয়ে সকাল ১০টা ৪০মিনিটে রাষ্ট্রপতি ভবনে পৌঁছোন প্রণব মুখার্জি।

রাষ্ট্রপতি ভবন থেকে প্রতিভা পাটিল তাকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেন সংসদ ভবনের দিকে ঐতিহ্যপূর্ণ ফিটন গাড়িতে৷

সংসদ ভবনে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী মনমোহন সিং, লোকসভার স্পিকার মীরাকুমার এবং উপরাষ্ট্রপতি হামিদ আনসারি৷ এরপর বিদায়ী এবং ভাবী রাষ্ট্রপতি যান সংসদের সেন্ট্রাল হলে।



সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এইচ কপাডিয়া বেলা সাড়ে ১১টায় প্রণব মুখার্জিকে শপথবাক্য পাঠ করান৷ এসময়ে তার পরনে ছিল কালো রঙের লম্বা কোট ও সাদা প্যান্ট।

এসময় মঞ্চের একদম বাঁ দিকে ছিলেন লোকসভার স্পিকার৷ এরপর রাজ্যসভার চেয়ারম্যান, বিদায়ী রাষ্ট্রপতি, ভাবী রাষ্ট্রপতি এবং ডান দিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বসেন৷

দর্শক আসনে ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়া গান্ধী, সুষমা স্বরাজ প্রমুখ৷ শপথের পর প্রতিভা পাটিল এবং প্রণব মুখার্জি নিজেদের মধ্যে আসন বদল করেন।

এরপরই ২১টি তোপধ্বনি করা হয়। ফের মিছিল করে রাষ্ট্রপতি ভবনে ফেরেন প্রণব-প্রতিভা৷ দেহরক্ষীরা নতুন রাষ্ট্রপতিকে আগের মতোই সেলাম জানান৷

এরপর রাইসিনা হলের রাষ্ট্রপতি ভবনে ফিরে প্রতিভা পাটিল তাকে রাষ্ট্রপতির অফিস ঘর, স্টাডি রুমে নিয়ে যান।

সেখানকার অনুষ্ঠান শেষে ফিটনে চেপে বাইরে আসেন দু’জনে৷ এবার তারা বসেন একটি জিপে৷ এসময় দেওয়া হয়ে গার্ড অফ অনার৷
 
এরপর নয়া রাষ্ট্রপতি প্রণব সদ্য সাবেক রাষ্ট্রপতি প্রতিভা পাটিলকে তুঘলক রোডে তার অস্থায়ী বাসভবন পর্যন্ত পৌঁছে দেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।