ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বেনাপোল সীমান্ত দিয়ে ২৫ টন ইলিশ পশ্চিমবঙ্গে

বারসাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১২

বারাসাত: পশ্চিমবঙ্গে আবার এলো পদ্মার ইলিশের চালান। বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৫ টন ইলিশ এখানে এসেছে।



বাংলাদেশ থেকে আসা ৯শ’ থেকে ১২শ’ গ্রাম ওজনের এই ইলিশের দাম বেশ
চড়া। পাইকারি ব্যবসায়ীরা ৯০০ রুপি দরে এই ইলিশ কিনেছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার থেকেই শহর ও শহরতলির বিভিন্ন বাজারে দেখা দেয় পদ্মার ইলিশ।
আমদানিকারক সংস্থার পক্ষে অতুলচন্দ্র দাস বলেন, এবার বাংলাদেশেও বৃষ্টির পরিমাণ কম হয়েছে। তার মধ্যেই অসাধু ব্যবসায়ীরা পদ্মার মোহনা থেকে ছোট ছোট ইলিশ ধরে নিচ্ছেন। এরফলে, দেখা দিয়েছে ইলিশের আকাল।
 
এবার পদ্মার ইলিশের জোগান কম হওয়ায় কলকাতার বাজারে দামও বেশ চড়া। বৃহস্পতিবার পেট্রাপল দিয়ে আসা ইলিশের দর প্রতি কেজি ১হাজার রুপি ছাড়াবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশে সময়: ১৮৪৩ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।