ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যপালের সঙ্গে বাম প্রতিনিধি দলের সাক্ষাৎ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১২

কলকাতা: রাজ্যের বিভিন্ন বিষয়ের দৃষ্টি আকর্ষণ করতে শুক্রবার রাজ্যপাল এমকে নারায়ণের সঙ্গে দেখা করল বাম প্রতিনিধি দল।

এদিন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে দুপুর ১২টা নাগাদ রাজভবনে যায় বাম প্রতিনিধি দলটি।



রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী নির্যাতনের মাত্রা বৃদ্ধি, অনাবৃষ্টির কারণে চাষবাসের যে প্রভূত ক্ষতি হচ্ছে, সে বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, আসামে হিংসার কারণে জলপাইগুড়ি শিবিরে শরণার্থীদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এদিন রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে বামপ্রতিনিধি দল।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।