ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ৩১ জুলাই’র বাস ধর্মঘট প্রত্যাহার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২

কলকাতা: আগামী ৩১ জুলাই বাস ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নিল বেঙ্গল বাস সিন্ডিকেট এবং বাস মালিক জয়েন্ট সিন্ডিকেট। শনিবার তারা পরিবহন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে বৈঠক করার পর এই সিদ্ধান্ত নেন।



বাস মালিক সংগঠনের নেতা সাধন দাস এদিন জানান, পরিবহনমন্ত্রী তাদের কাছে কিছুটা সময় চেয়েছেন ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনার জন্য। ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে তারা অটল। কিন্তু আপাতত তারা এ ধর্মঘট স্থগিত রাখছেন।

এদিকে তেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ৩১ জুলাই সিটুর নেতা শ্যামল চক্রবর্তী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন।

আইএনটিইউসির প্রধান প্রদীপ ভট্টাচার্য এ ধর্মঘটে নৈতিক সমর্থন দিলেও তারা এতে যোগ দেবেন না জানিয়ে দিয়েছেন। ফলে সিটু এখন কি করে সেটাই দেখার। ক’দিন আগে মুখ্যমন্ত্রী হুমকি দেন, যারা বাস ধর্মঘট করবেন তাদের লাইসেন্স তুলে নেওয়া হবে এবং সরকারি বাসের ক্ষেত্রে সরকারি সহায়তা তুলে নেওয়া হবে।

অন্যদিকে, বেঙ্গল বাস সিন্ডিকেট এবং জয়েন্ট কাউন্সিল অফ বাসসহ বাস মালিক সংগঠনগুলিকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও পরিবহনমন্ত্রী মদন মিত্র৷

পরিবহন মন্ত্রী এদিন বলেন, “পরিবহণ ধর্মঘটের দিন ট্যাক্সি নামানোর প্রতিশ্রুতি দিয়েছে কলকাতা ট্যাক্সি অ্যাসোসিয়েশন৷ পাশাপাশি চলবে সরকারি বাসও৷

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।