ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিং পাহাড়ে জিটিএ নির্বাচন চলছে শান্তিপূর্ণভাবে

শিলিগুড়ি করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২

শিলিগুড়ি: দার্জিলিং পাহাড়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন(জিটিএ)-এর ১৭টি আসনে রোববার ভোট অনুষ্টিত হচ্ছে। ভোট চলছে শান্তিপূর্ণভাবে।



কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই। তবে অনেকেরই মতে, এই ভোট স্রেফ ‘নিয়ম রক্ষা’র। গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে মাত্র ১টি আসনে একজন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ওই ক’টি আসনে মোর্চার প্রতিদ্বন্দ্বী হিসেবে ১৭ জন তৃণমূল প্রার্থীর নাম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ দেখা যাবে। তারা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না-করলেও তাদের সরে দাঁড়ানোর কথা এরইমধ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিকে ভরা বর্ষায় ভোট হওয়াতে কোথাও কোথাও প্রতিদিনই ধস নামছে। তাই দুর্ঘটনা এড়াতে ভোটের কাজে ব্যবহারের জন্য পুলিশ প্রশাসনের জন্য দামি গাড়ি ভাড়া করা হয়েছে।

১৭টি আসনে ২৯২টি পোলিং বুথে ভোটারদের বৃষ্টির হাত থেকে বাঁচাতে তৈরি করা হয়েছে ‘রেন শেড’।

এছাড়াও নিয়মমাফিক প্রতিটি বুথে ৪ জন করে আধা সামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। রয়েছে পর্যাপ্ত পুলিশও। প্রতিটি মহাকুমার জন্য দু’জন করে পর্যবেক্ষক রয়েছেন।

দার্জিলিঙের জেলাশাসক ও জিটিএ-র নির্বাচন আধিকারিক সৌমিত্র মোহন বলেন, “একটি আসনেও যদি দু’জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকেন, তা হলে ভোট প্রক্রিয়া বিধি মেনে সম্পূর্ণ করতেই হবে। তবে অধিকাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোর্খা জনমুক্তি মোর্চা জেতায় খরচের বহর কিছুটা হলেও কমেছে। ”

জিটিএ নির্বাচনে মোট আসন সংখ্যা ৪৫।
এর মধ্যে বিনা লড়াইয়ে মোর্চা জয়ী হয় ২৮টি আসনে। বাকি ১৭টি আসনের জন্য ভোট হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।