ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার আমরণ অনশনে বসলেন আন্না হাজারে

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এবার আমরণ অনশনে বসলেন আন্না হাজারে

নয়াদিল্লি: আমরণ অনশন শুরু করলেন ভারতের সমাজকর্মী আন্না হাজারে। রোববার সকাল থেকে চিকিৎসকদের আবেদনে কান না দিয়ে তিনি অনশন শুরু করেছেন।



তার সঙ্গী অরবিন্দ কেজরিওয়াল, মণীশ শিশোদিয়া ও গোপাল রাই বুধবার থেকেই দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্ট সময়ের জন্য অনশন শুরু করেছেন ৷এদিন তাদের সঙ্গে যোগ দিলেন তিনি। এ কর্মসূচিতে আরও প্রায় এক হাজার সমর্থকের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিন আবারও লোকপাল বিলসহ মোট চারটি দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছেন আন্না। নতুন তিন দাবি হলো- ১৫ জন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম , সাংসদদের বিরুদ্ধে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট এবং বিভিন্ন পার্টি প্রধানদের বিরুদ্ধে তদন্তের জন্য পৃথক সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন।

এর আগে সিদ্ধান্ত গ্রহণের জন্য ইউপিএ-২ সরকারকে ৪ দিন চূড়ান্ত সময়সীমা দেন
তিনি। সেই সময়সীমা শেষ হতেই আমরণ অনশন শুরু করেছেন তিনি।

তিনি জানিয়েছেন, জন লোকপাল বিল সংসদে অনুমোদিত না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।

কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “এ দুই দলের হাতে দেশের ভবিষ্যত সুরক্ষিত নয়৷”

তবে নতুন কোন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনাও খারিজ করে দেন তিনি।

তিনি অভিযোগ করেন, লোকপাল নিয়ে সরকার তার সঙ্গে বারংবার প্রতারণা করছে৷ আর এজন্যই তাকে একাধিকবার অনশণে বসতে হচ্ছে।

আন্নার এটি তৃতীয় আমরণ অনশন আন্দোলন। তার প্রথম আন্দোলন ভারতজুড়ে আলোড়ন তুলেছিল।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।