ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২

কলকাতা: আগামী ৩১ জুলাই রাজ্যজুড়ে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু।

রোববার সন্ধ্যায় কলকাতায় সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী জানান, বামফ্রন্ট্রের চেয়ারম্যান বিমান বসুর অনুরোধে সাড়া দিয়ে তারা ধর্মঘট স্থগিত করেছেন।

আগামীদিনে বড় ধরনের আন্দোলনের পথে যেতে চান তারা।

তিনি আরও জানান, ওইদিন ধর্মঘট না করে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাসবিহারিতে অবস্থান বিক্ষোভ করবে সিটুর সমর্থকরা। তারা রাজ্যপালের কাছে স্মারকলিপিও দেবে।

তেলের দাম বৃদ্ধিসহ একাধিক ইস্যুতে ১ থেকে ৩ আগস্ট যে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বামফ্রন্ট তাতে সামিল হবে সিটুও।

এদিন শ্যামল চক্রবর্তী অভিযোগ করেন, বাসমালিকদের সঙ্গে সরকার বৈঠক করে, শ্রমিকদের সঙ্গে নয়। কেন্দ্রের মূল্যবৃদ্ধির দায় রাজ্য সরকার এড়াতে পারে না। কারণ তারা জোটে আছে। মুখ্যমন্ত্রী দিল্লিতে প্রতিবাদ করেন না, এখানে নাটক করেন।

সাংবাদিকেরা প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রীর হুমকির কাছে কি আত্মসমর্পন করলেন আপনারা?

তিনি বলেন, মুখ্যমন্ত্রীর হুমকি নয়, বিমানবাবুর অনুরোধে সাড়া দিয়ে আপাতত ধর্মঘট স্থগিত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
আরডি /সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।