ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পাঞ্জাবে স্কুলবাসের সঙ্গে ট্রেনের সংর্ঘষ, নিহত ৪ ছাত্র

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২

নয়াদিল্লি: প্রহরীবিহীন রেলের লেভেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্কুল বাসের যাত্রী ৪ স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে পাঞ্জাবের অমৃতসর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের কোট মেহতাব সিংহ গ্রামের কাছে।



বাবা বাকালা শহরের সন্তু বাবা মাঝা সিংহ কর্মজোট মডেল স্কুলের প্রায় ২০ জন ছাত্র স্কুল থেকে ফিরছিল বাসে করে। ১২ থেকে ১৪ বছর বয়সী ওই ছাত্রদের নিয়ে বাসটি যখন লেভেল ক্রসিং পার হচ্ছিল, তখনই রেললাইন দিয়ে ছুটে আসছিল বিয়াস থেকে গোইন্ডওয়ালগামী প্যাসেঞ্জার ট্রেনটি।

দ্রুতগতিতে ছুটে আসা ট্রেনটি প্রায় লণ্ডভণ্ড করে দেয় স্কুলবাসটিকে। ঘটলাস্থলেই মারা যায় ৪ স্কুলছাত্র। গুরুতর আহত ছাত্রদের বিয়াসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুতগতিতে ছুটছিল৷ এতে প্রশ্ন উঠছে, প্রহরীবিহীন লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি কেন তার নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চলছিল!

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।