ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কপালে গুরুতর আঘাত পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
কপালে গুরুতর আঘাত পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: কপালে গুরুতর আঘাত পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কীভাবে চোট পেয়েছেন তা এখনো স্পষ্ট নয়।

 

তবে জানা যাচ্ছে, নিজের বাসভবনেই পা পিছলে পড়ে যান মুখ্যমন্ত্রী। তাকে এসএসকেএম হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের উডবার্ন কেবিনে সাড়ে ১২ নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়েছে।

পিজি হাসপাতালের চিকিৎসকের পাশাপাশি অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক নিয়ে আসা হয়েছে। সেলাই পড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কপালে ব্যথাও রয়েছে।

হঠাৎই কেন পড়ে গেলেন, সেই খোঁজ চলছে। তার শারীরিক অবস্থার দিকে লক্ষ্য রাখছেন চিকিৎসকরা।

মমতার বাসভবন সূত্রে খবর, কলকাতার গড়িয়াহাটে অনুষ্ঠান সেরে বাড়ি ফিরে পা পিছলে বাড়ির শোকেসে মাথায় আঘাত লাগে। তাতেই রক্তক্ষরণ হয়। ৭১ বছর বয়সী মমতা এখন চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
ভিএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।