ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় হতে যাচ্ছে তারকা হোটেল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে হতে যাচ্ছে তারকা হোটেল। সোমবার রাতেই এ সংক্রান্ত একটি চুক্তি সাক্ষরিত হয়েছে।



এ খবর জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী অনিল সরকার।

মন্ত্রী জানান, রাজ্য সরকার এবং দেশের হোটেল বাণিজ্যের অন্যতম সংস্থা আইটিডিসি যৌথভাবে ত্রিপুরায় গড়ে তুলবে একটি তারকা হোটেল। প্রথম পর্যায়ে হোটেলটি হবে থ্রি স্টার ক্যাটাগরির। ধাপে ধাপে এটি ফাইভ স্টারে উন্নীত হবে।

আইটিডিসি সারা দেশে বড় বড় সব ফাইভ স্টার হোটেল চালায়। যার মধ্যে দিল্লির অশোকা হোটেল অন্যতম।
ত্রিপুরায় তৈরি হতে যাওয়া এ হোটেলটির নাম হবে ত্রিপুরা অশোকা হোটেল। এতে রাজ্য সরকারের শেয়ার থাকবে ৪৯ শতাংশ এবং আইটিডিসি’র শেয়ার থাকবে ৫১ শতাংশ।

দেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে ত্রিপুরা এখন একটি উল্লেখযোগ্য নাম। বহু পর্যটক প্রতি বছর এখানে আসছেন। কিন্তু রাজ্যে কোনো তারকা হোটেল নেই। যার ফলে অসুবিধায় পড়ছেন পর্যটকরা।

তাছাড়া হোটেলের অভাবে এখানে কোনো বড় ক্রীড়া আসর করা যাচ্ছে না। এ ঘাটতি কাটিয়ে উঠতেই হোটেল নির্মাণে এগিয়ে এসেছে স্বয়ং রাজ্য সরকার।

রাজধানীর একদম প্রাণকেন্দ্রে বর্তমানে যেখানে রাজভবন রয়েছে তার ঠিক উল্টো দিকে গড়ে উঠবে এ তারকা হোটেল। তবে কবে নাগাদ কাজ শুরু হবে তা নিয়ে কোনো মন্তব্য করেননি মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।