ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিমান সংস্থায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে বেকারদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ভূয়া ইন্টারভিউ নিতে গিয়ে বহিঃরাজ্যের ৩ প্রতারককে পুলিশ আটক করে, পরে থানা থেকে ছেড়ে দেয়।


পুলিশের এ ভূমিকায় প্রতারিত বেকারদের ও অভিভাবক মহলে চরম বিস্ময় ও ক্ষোভ দেখা দিয়েছে।

বেকার সমস্যা ত্রিপুরা রাজ্যের এ মুহুর্তে একটি বড় সমস্যা। একে ঘিরে চলছে ক্ষোভ, উষ্মা ও হতাশা। এরমধ্যেই বিমান সংস্থায় চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়ের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খোদ বিমান বন্দরে ঘটেছে এ ঘটনা।

ঘটনা প্রসঙ্গে জানা যায়, প্রতারকরা আগরতলা বিমান বন্দরের টার্মিনাল ভবনের ভেতর লাউঞ্জে বসে ইন্ডিগো বিমানের জন্য লোক নিয়োগের অফিসার সেজে ভুয়া ইন্টারভিউ নিতে গিয়ে ধরা পরে। এসময় জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। দিল্লি ও কলকাতা থেকে প্রতারক চক্রের শুভেন্দু চাট্যার্জী, প্রসূন পালকে আগরতলায় উড়িয়ে এনে ভুয়া

ইন্টারভিউর ব্যবস্থা করে প্রতারক চক্রটি। ইন্টারভিউ চলাকালীন পুলিশ আগরতলা বিমান বন্দরে এদের আটক করে।
পুলিশের বিরুদ্ধে চরম অভিযোগ, পুলিশ ধৃতদের বিরুদ্ধে কোনও মামলা নেওয়া তো দূরের কথা, ঘটনার নুন্যতম তদন্ত ও জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। উল্টো থানা থেকে প্রতারকদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।