ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বিক্ষোভে পরিবহন শ্রমিকরা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২

কলকাতা: সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর ডাকা মঙ্গলবারের পরিবহন ধর্মঘট তুলে নেওয়া হলেও এ খাতে রাজ্যের ব্যর্থতা, কর্মীদের অনিয়মিত বেতন ও সুযোগসুবিধা না দেওয়ার প্রতিবাদ পথে নেমেছে শ্রমিকরা। আন্দোলনে বেশ কিছু ডান-বাম সমর্থিত শ্রমিক সংগঠন রয়েছে।



এদিন সকালে কলকাতার রানি রাসমণি এভিনিউয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেন সিটু, আইএনটিইউসি, এআইটিইউসি, ইউটিইউসি, টিইউসিসি-সহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতা-নেত্রী, সদস্য-সমর্থকরা।

এর পাশাপাশি পরিবহন শ্রমিকদের গ্রাচুয়িটি, এক্সগ্রাসিয়া, অনিয়মিতভাবে চলা পেনশন ও বেতন চালু করার দাবিতে অনশনে বসেছেন পরিবহন শ্রমিকরা।

এছাড়া এদিন বিকালে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজ্যপাল এমকে নারায়ণনের কাছে স্মারকলিপিও জমা দেন শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।