ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের অর্থমন্ত্রী হতে পারেন চিদাম্বরম

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২

নয়াদিল্লি: ভারতে ক্ষমতাসীন ইউপিএ-২ মন্ত্রিসভায় ছোট্ট রদবদল হতে যাচ্ছে। প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হওয়ায় তার স্থলাভিষিক্ত হতে পারেন বর্তমানের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।



কংগ্রসের একটি সূত্রে জানা গেছে, ফের অর্থমন্ত্রী হচ্ছেন পি চিদম্বরম৷ দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় হলেও কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী সুশীলকুমার শিন্ডের পদোন্নতি হতে পারে৷

তিনিই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি লোকসভার নেতারও দায়িত্ব পেতে চলেছেন বলে খবর। কর্পোরেট বিষয়ক মন্ত্রী এম বীরাপ্পা মইলিকে বিদ্যুৎ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে।

বর্তমানের ভারতের অর্থমন্ত্রক সামলাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

তবে চিদম্বরম নিজে এবিষয়ে কিছু বলতে চাননি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তাকে অর্থমন্ত্রকের দায়িত্ব নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হয়।

তিনি বলেন, “আমার মনে হয় না। আমি যে কাজ করছি, তাতে সন্তুষ্ট। মাসে একবার আপনাদের সঙ্গে দেখা করতে পারায় খুশিও। ”    

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।