ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ ভাঙা হচ্ছে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, আগস্ট ১, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য গঠিত মধ্যশিক্ষা পর্ষদ ভেঙে দিচ্ছে রাজ্য সরকার৷

এর পরিবর্তে সরকারি তরফে নিয়োগ করা হচ্ছে প্রশাসক৷দায়িত্ব নিচ্ছেন নিউ আলিপুর কলেজের অধ্যাপক কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷তাকে আগামী ২ বছরের জন্য এই নিয়োগ হচ্ছে ৷বুধবার এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হবে বলে রাজ্য শিক্ষামন্ত্রকের সূত্রে জানা গেছে।

এরইমধ্যে পেরিয়ে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের বর্তমান কমিটির ৫ বছরের মেয়াদ৷কিন্তু তার পরেও হয়নি কোনও নির্বাচন৷স্বাভাবিকভাবে করা যাচ্ছিল না কোনও গুরুত্বপূর্ণ বৈঠকও ৷এই অবস্থায় পর্ষদকে ভেঙে দিয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷

কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছেন বামপন্থী শিক্ষকরা ৷ তাদের অভিযোগ, পর্ষদের নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী জেনেই নির্বাচনে না গিয়ে প্রশাসক বসাচ্ছে সরকার ৷


যদিও বামফ্রন্ট ক্ষমতায় আসার পর একই কায়দায় মধ্যশিক্ষা পর্ষদ ভেঙে দিয়েছিল বলে তৃণমূল সমর্থক শিক্ষকদের একাংশের বক্তব্য৷ সেই সময় বামপন্থী শিক্ষক আন্দোলনের নেতা সত্যপ্রিয় রায়কে  প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়৷ নয়া সরকারের আমলেও ফিরে এল সেই ছবি৷

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।