ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার ত্রিপুরায় ২ টাকা কেজি দরে চাল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বুধবার থেকে রাজ্যে গরীব মানুষরা পাবেন ২ টাকা কেজি দরে চাল। প্রতি রেশন শপে দেয়া হবে এই চাল।

এর ফলে রাজ্যের প্রায় ১৫ লক্ষ মানুষ উপকৃত হবেন।

এতে বছরে রাজ্য কোষাগার থেকে অতিরিক্ত ব্যয় হবে ৩৬ কোটি টাকা।  

২ টাকা কেজি দরে চাল দেবার সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরার বামফ্রন্ট সরকার। ২০১৩ সালে বিধান সভা নির্বাচন। বড় জোর হাতে গোনা সাত মাস বাকী। আর নির্বাচনের  প্রাক্কালে বড়-সড় চমক দিল বামফ্রন্ট রাজ্য সরকার।


রাজ্যে যে সব মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন (বি পি এল ও অন্ত্যোদয় ) তাদেরই এই সস্তা দরে চাল দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরআগে ভারতের অন্ধ্র প্রদেশেও সস্তায় চাল দেয়া হয়েছে গরীবদের।

রাজ্যে বর্তমানে বি পি এল কার্ড রয়েছে ১ লক্ষ ৮১ হাজার ৮৭৬টি। অন্ত্যোদয় যোজনায় কার্ড রয়েছে ১ লক্ষ ১৩ হাজার ১২৪টি।
তাছাড়া এ পি এল কার্ড হোল্ডার রয়েছে ৬ লক্ষ ৬৬ হাজার ৩৬৬ জন। কার্ড পিছু চাল সরবরাহ করা হয় ১৮ কেজি, এ মাস থেকে তা বাড়িয়ে করা হবে ২০ কেজি।

বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।