ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ইলিশ রফতানি বন্ধ করল বাংলাদেশ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, আগস্ট ১, ২০১২

কলকাতা: বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করে মঙ্গলবার জানিয়ে দিলো, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতে ইলিশ রফতানি বন্ধ থাকবে৷ এর ফলে কলকাতা সহ রাজ্যের বাজারে ইলিশের দাম আরও বাড়বে৷

এদিকে, এদিনই পেট্রাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে আসলো ৪৮ টন ইলিশ। ১৫ টি ট্রাকে করে আসে ওই মাছ৷ এসব ইলিশের ওজন ৬০০ গ্রাম থেকে ১ কেজির মধ্যে৷
চলতি মরসুমে এই প্রথম একসঙ্গে এত পরিমাণ ইলিশ সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকেছে৷

এরপরই কলকাতার বাজারে ইলিশের যোগান বাড়ায় দাম কিছুটা কমতে পারে বলে ইলিশ ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন৷

ইলিশের চালানটি পেট্রাপোল দিয়ে ভারতে ঢোকার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রক এক প্রজ্ঞাপন জারি করে জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর কোনও ইলিশ ভারতে রফতানি করা হবে না।

এ তথ্য জানান ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।