ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

যুব কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ঘিরে দলীয় কোন্দল শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ১, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  যুবকংগ্রেসের সাংগঠনিক নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে ত্রিপুরায়। একই সঙ্গে কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বও তীব্র হচ্ছে।



সাংগঠনিক নির্বাচনের জন্য রাজ্যে আসা তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক বর্তমান রাজ্য যুবকংগ্রেস কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের জন্য নির্বাচনের ঘোষণা দেন।

বুধবার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত যুবকংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইন্দ্রানী মিশ্র জানান, নতুন কমিটি গঠন পর্যন্ত রাজ্য যুবকংগ্রেসের কাজ চালিয়ে যাবেন যুবকংগ্রেসের বর্তমান সভাপতি সুশান্ত চৌধুরীই।

এদিকে সাংগঠনিক নির্বাচন নিয়ে এরইমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে বহু শিবিরে বিভক্ত রাজ্য কংগ্রেসে।

বর্তমান ও প্রাক্তণ প্রদেশ সভাপতিদ্বয়ের নিজ নিজ লবির নেতারা প্রার্থী বাছাই শুরু করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

বর্তমান সভাপতি সুশান্ত চৌধুরীকে যে কোন প্রকারে আবারও সভাপতি হিসাবে নির্বাচিত করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সুদিপ রায় বর্মণ। অন্যদিকে যুবকংগ্রেস সম্পাদক জাহির আলিকে এ বছর রাজ্য সভাপতির দৌড়ে এগিয়ে নিতে জোর তৎপরতা শুরু করেছে প্রাক্তণ প্রদেশ সভাপতি সুরজিত দত্তের লবি।

তবে কংগ্রেসের অন্য একটি গোষ্ঠীও এবারের নির্বাচনে যুবকংগ্রেসের সর্বভারতীয় সদস্য বাপ্টু চক্রবর্ত্তীকে নিয়ে দৌড়ে এগিয়ে আসছেন বলে খবর আছে।

“১৩” –এর বিধানসভা নির্বাচনের আগে যুবকংগ্রেসের সাংগঠনিক নির্বাচন নিয়ে দলে নতুন করে গোষ্ঠী কোন্দল শুরু হতে পারে বলেই মনে করছেন কংগ্রেস ঘেষা রাজনৈতিক মহল।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১২
প্রতিনিধি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।