ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রকের সঙ্গে মমতার বৈঠক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ১, ২০১২

কলকাতা: রাজ্যে লগ্নি, কর্মসংস্থানসহ বিভিন্ন প্রকল্প নিয়ে টাটা গোষ্ঠীর বৃহত্তম অংশীদার সাপুরজি পালনজি গোষ্ঠীর অন্যতম কর্ণধর সাপুরজি মিস্ত্রির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।



মহাকরণের এ বৈঠকে মুখ্যমন্ত্রী ও সাপুরজির পাশাপাশি আরো অংশ নেন কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়, রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব, শিল্পসচিব, অনাবাসী শিল্পপতি প্রসুন চট্টোপাধ্যায় প্রমুখ।

বৈঠকে যোগ দেওয়ার জন্য দেশের এক নম্বর নির্মাণ সংস্থার কর্ণধার মঙ্গলবার কলকাতা আসেন। জলবিদ্যুৎ, সড়ক নির্মাণ, তথ্যপ্রযুক্তি পার্ক, নিম্ন-মধ্যবিত্তের আবাসন, গভীর সমুদ্র বন্দর তৈরিসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায় ১ ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাপুরজি মিস্ত্রি জানান, বর্তমানে এ রাজ্যে বিভিন্ন প্রকল্পে ১ হাজার কোটি রুপি তারা বিনিয়োগ করেছেন। পরবর্তীতে এর পরিমাণ আরও বাড়বে বলেও তিনি আশ্বাস দেন।

সিঙ্গুর নিয়ে টাটাদের সঙ্গে রাজ্য সরকারের টানাপোরণের পরিপ্রেক্ষিতে টাটাদের নিয়ন্ত্রক সংস্থা এবং সাপুরজি পালজিরজির মতো খ্যাতিসম্পন্ন নির্মাণ সংস্থার কর্ণধারের সঙ্গে মমতা ব্যানার্জির বৈঠক নিয়ে রাজ্যের বণিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।