ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের পুনেতে সিরিয়াল বিস্ফোরণে আহত ১

মুম্বাই সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১২

মুম্বাই: ভারতের মহারাষ্ট্রের পুনেতে বুধবার রাত ৮টা নাগাদ পর পর ৪টি সিরিয়াল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে।



বুধবার সন্ধ্যায় পুনের ছত্রপতি রোডের বালগন্ধব থিয়েটার, ম্যাকডোনাল্ড, দেনা ব্যাংক ও গরবারে এই বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের তীব্রতা কম ছিল।

ভারতের নয়া স্বরাষ্ট্রমন্ত্রী ও মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীলকুমার সিন্ডের বালগন্ধব থিয়েটারে একটি অনুষ্ঠানে অংশ নেওয়া কথা ছিল। কিন্তু তিনি আসার আগেই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের স্থলে মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড তদন্তের কাজ শুরু করেছে। বালগন্ধব থিয়েটারের বাইরে আর্বজনার স্তুপ ও দেনা ব্যাংকের এটিএম কাউন্টারের বাইরে একটি সাইকেলের ক্যারিয়ারে বিস্ফোরক রাখা ছিল।

এখন কোনো জঙ্গি গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।