ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিবিজির হাতে রাখী পরালো বিএসএফ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের মালদা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিবিজির সদস্যদের মধ্যে পালিত হল রাখীবন্ধন উ‍ৎসব।

বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ মালদার ইংলিশবাজার থানার মোহদিপুরে জিরো লাইনে বাংলাদেশ বর্ডার গার্ড এবং বিএসএফ জওয়ানরা একে অপরকে রাখি পরান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’দেশের আমদানি-রফতানিকারীরা ব্যবসায়ীরা।

দুই দেশের রাখীবন্ধনের এই অভিনব উৎসব দেখার জন্য ভিড় জমান দু’দেশের বহু মানুষ।

বাংলাদেশের সেনা নায়েক আব্দুল খালেদ এবং ভারতের ১২৫ ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ড্যান্ট বনোয়ারি লাল একে অপরকে রাখী পরিয়ে জানান, এই উদ্যোগ দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে।  

এদিকে, ভারতজুড়ে মহাসমারোহে পালন করা হচ্ছে সম্প্রীতির রাখীবন্ধন। পূর্ণিমার এই শুভক্ষণে ভাইয়ের হাতে রাখী বেঁধে দিচ্ছেন বোনেরা। শুধু বোন বা ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই এই উৎসব। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাখীবন্ধন উৎসবে সামিল তামাম দেশবাসী।

এদিন সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে গিয়ে নয়া রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে রাখী বেঁধে দেন ছোট ছোট শিশুরা। ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও রাখী পরিয়ে দেয় স্কুলপড়ুয়ারা। তার সঙ্গেই চলে মিষ্টিমুখ পর্ব।

বাংলার সামাজিক আবহে অবশ্য রাখীবন্ধন উৎসবের সঙ্গে জড়িত রয়েছে অন্য আবেগ। একসময় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য এই দিনটিকে সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে পালন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।