ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ঈদে ও পূজার বোনাস বাড়ল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঈদ ও পূজার বোনাস ৪০০ রুপি বাড়ছে। এর আগে বোনাস ছিল দু্ই হাজার ১০০ রুপি।



বোনাসের ক্ষেত্রে মূল বেতনের উর্ধ্বসীমা ২০ হাজার থেকে বেড়ে হচ্ছে ২২ হাজার৷ বৃহস্পতিবার জানুয়ারির মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার ৭ শতাংশ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ ঘোষণা হয়েছে দুই মাসের বকেয়া এরিয়ার মিটিয়ে দেওয়ারও।

এর ফলে এবার আরও বেশিসংখ্যক সরকারি কর্মচারী বোনাসের আওতায় আসবেন৷ উপকৃত হবেন পেনশনভোগীরাও৷

আগে যারা ৮০০ রুপি বোনাস পেতেন, এবার তারা পাবেন ৯০০ রুপি৷ পাশাপাশি জানুয়ারিতে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ৭ শতাংশ এবং দু’মাসের এরিয়ারও দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

কর্মচারী সংগঠনগুলোর একাংশের বক্তব্য, ইতিমধ্যেই সরকারি কর্মীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে৷

কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য ৮ থেকে ৯ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে৷ জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও আট থেকে ৯ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে৷

সেক্ষেত্রে জানুয়ারিতে রাজ্য সরকারের বকেয়া মহার্ঘভাতা দাঁড়াবে প্রায় ৩৮ শতাংশ৷ ফলে জানুয়ারিতে রাজ্য সরকার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ৭ শতাংশ মেটানো হলেও, তখনও প্রায় ৩১ শতাংশ বকেয়া বাকি থাকবে৷

যারা রমজান পালন করছেন, তাদের বোনাস এখনই দিয়ে দেওয়া হবে, বাকিরা ১ অক্টোবর বোনাস পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।