ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুখ্যমন্ত্রী রাখি পরলেন শিশুদের হাত থেকে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১২
মুখ্যমন্ত্রী রাখি পরলেন শিশুদের হাত থেকে

আগরতলা (ত্রিপুরা): ছোট ছোট শিশুদের হাত থেকে রাখি পড়লেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। মুখ্যমন্ত্রীর হাতে রাখি বেঁধে খুশি তারাও।



বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে ভীড় করে কচিকাঁচা শিশুরা। তারা প্রায় সবাই এসেছিল অভিভাবকদের হাত ধরে।

মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে রাখিবন্দন উৎসবের আনন্দে মেতে ওঠে শিশুরা। দীর্ঘ এক ঘণ্টা ছোট ছোট শিশুদের হাত থেকে মুখ্যমন্ত্রী রাখি গ্রহণ করে তাদের শুভেচ্ছা জানান। শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বাসে মেশেন মুখ্যমন্ত্রী। তৈরি হয় এক অনাবিল মুহূর্ত। প্রতিটি শিশুকে আদর করেন তিনি। জিজ্ঞাসা করেন, তাদের নাম। কথা বলেন তাদের সঙ্গে।

একই সময়ে প্রতিবন্ধীরাও মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে রাখিবন্দনের উৎসব পালন করেন। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কচিকাঁচা শিশুসহ প্রতিবন্ধীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার থেকেই শুরু হয়েছে রাখিপূর্ণিমা। এ রাখিপূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে রাজ্য জুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।