ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কাশ্মীরে নিরাপত্তা রক্ষীদের গুলিতে লস্কর জঙ্গি নিহত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১২

নয়াদিল্লি: ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের কুপওয়ারা জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে লস্কর জঙ্গি আবু হানজুল্লাহর নিহত হয়েছে৷

শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজওয়ার এলাকায় যৌথভাবে অভিযান চালায় সেনাবাহিনী এবং পুলিশ৷ স্থানীয় একটি বাড়িতে হানজুল্লাহ লুকিয়ে ছিল৷ বাড়িটি ঘিরে ফেলতেই দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়৷ এরপর রাতের বেলা বন্ধ থাকে গুলি বিনিময়৷

কিন্তু কড়া পাহারায় বাড়িটি ঘিরে রাখে পুলিশ এবং সেনাবাহিনী৷ শুক্রবার সকালে ফের দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়৷ সেই সংঘর্ষেই নিহত হয় আবু হানজুল্লাহ৷   

লস্করের প্রথম সারির ওই জঙ্গি দীর্ঘদিন ধরে কাশ্মীরের হান্দওয়ারা এলাকায় সক্রিয়
ছিল৷ তার বিরুদ্ধে উত্তর কাশ্মীর জুড়ে একাধিক নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে৷

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।