ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুই বাংলার সিনেমা নিয়ে ক্রিটিক সম্মাননা দেওয়ার ঘোষণা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১২

কলকাতা: ভারত ও বাংলাদেশের বাংলা সিনেমা নিয়ে এই প্রথম আন্তর্জাতিক ফিল্ম ক্রিটিক সম্মাননা প্রদান করার ঘোষণা দিয়েছে কলকাতার সংস্থা পূর্ব-পশ্চিম।

বুধবার কলকাতা প্রেসক্লাবে সংস্থাটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, আগামী ২৪ নভেম্বর সায়ন্স সিটি অডিটোরিয়ামে টালিউড ও ঢালিউডের অভিনতা, শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার বিভিন্ন বিভাগের জন্য সম্মাননা প্রদান করা হবে।

এই অনুষ্ঠানে বলিউডের শিল্পীরাও উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টালিউডের প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, নায়িকা দেবশ্রী রায়, নজরুল সংগীত শিল্পী ড. অনুপ ঘোষাল, বিধায়ক অসিত মিত্র প্রমুখ।

সংস্থাটির পক্ষে গৌতম সাহা বাংলানিউজকে বলেন, শুধু সম্মাননা নয়, আমরা দুই বাংলার দুঃস্থ শিল্পী ও কলাকুশলীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেব এই অনুষ্ঠানে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।