ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে বৃষ্টিপাতে ঘাটতি, খরার পরিস্থিতি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১২

নয়াদিল্লি: তিন বছর পর আবার খরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ভারতে। গুরুত্বপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর ঘাটতিই খরার ইঙ্গিত দিচ্ছে, এমনই ধারণা আবহাওয়াবিদদের।



ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগস্টে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেপ্টেম্বরে ‘এল নিনো’ (মধ্য প্রশান্ত মহাসাগরে উষ্ণতা)-র পরিস্থিতি তৈরি হতে পারে। এর জেরে ঐ মাসে স্বাভাবিকের থেকে অনেক কম বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্ষার পূর্বাভাষ জানাতে গিয়ে আবহাওয়া দপ্তর বলছে, জুন থেকে সেপ্টেম্বর— এই গোটা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সময়কালে মরসুমী বৃষ্টিপাতে ঘাটতি দেখা দেবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এর হার ৯০ শতাংশের কমই হবে, এমনই বলছেন তারা। এবারে তা ৮৮-৮৯শতাংশ হতে পারে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল লক্ষ্মণ সিং রাঠোর জানিয়েছেন, ‘‘আগস্টে ভালো বৃষ্টিপাত হবে বলেই মনে করছি আমরা। মাসের গোড়ার দিকে সমস্যা না হলেও শেষের দিকে বৃষ্টিপাতে ঘাটতি দেখা দিতে পারে। ’’

পরিসংখ্যান বলছে, চার মাসের বর্ষার মরসুমে এবার প্রথম দুই মাস অর্থাৎ জুন এবং জুলাইয়ে স্বাভাবিকের থেকে ১৯ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে।

বৃষ্টিপাতের এই ঘাটতির ধারা বজায় থাকলে আবহাওয়াবিদরা মনে করছেন, এবার দেশের মানুষ ২০০২ বা তার থেকে মারাত্মক ১৯১৮সালের মতো খরা পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

২০০২ সালে এবারের মতো ঐ দুই মাসে ঠিক ১৯ শতাংশ এবং ১৯১৮সালে ২৮ শতাংশ ঘাটতি দেখা দিয়েছিল বৃষ্টিপাতে। আবার ২০০৯ সালে খরা হয়েছিল দেশে। সেই বছর বৃষ্টিপাতের সামগ্রিক ঘাটতি ছিল ২৩ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।