ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি গঠিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কমিটি গঠিত হয়েছে শুক্রবার।



গুটি গুটি পায়ে ত্রিপুরায় ২০১৩ সালের বিধানসভা নির্বাচনের দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সাত মাস পরে রাজ্যে যে বিধানসভা নির্বাচন হবে তাতে তৃণমূল কংগ্রেস রাজ্য কংগ্রেসের সঙ্গে জোট করবে কিনা, তা এখনো পরিষ্কার নয়।

পশ্চিমবঙ্গে তৃণমূলের সাংগঠনিক শক্তি থাকলেও ত্রিপুরায় তাদের শক্তি তেমন কিছু নেই। এখানে তাদের কিছু করতে গেলে নির্ভর করতে হবে কংগ্রেসের ওপরই। যা পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক শক্তি বিন্যাসের সম্পূর্ণ বিপরীত।

কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক রেখে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে লড়াইয়ে নামে কিনা তৃণমূল এখন সেটাই দেখার। অন্যদিকে কংগ্রেসও তাদের কেমনভাবে নেয়, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই গঠিত হয়েছে তৃণমূলের নতুন রাজ্য কমিটি। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দলের রাজ্য কমিটির আহ্বায়ক মানিক দেব নতুন কমিটির পাশাপাশি আগামী দু’মাসের সাংগঠনিক কর্মসূচিরও ঘোষণা দেন।

৮০ সদস্যের নতুন কমিটিতে চেয়ারম্যান পদে অরুন চন্দ্র ভৌমিক ও সভাপতি পদে মানিক দেব নিযুক্ত হয়েছেন। কমিটিতে দলের প্রাক্তন সম্পাদক দুলাল চন্দ্র দাসকে আমন্ত্রিত সদস্য হিসাবে রাখা হয়েছে।

নতুন কমিটির প্রথম সভা ৮ আগস্ট রাজধানীর যক্ষ্মা নিবারনী হলঘরে অনুষ্ঠিত হবে বলেও জানান মানিক দেব।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।