ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে বাড়তে চলেছে মোবাইল বিল

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১২

নয়াদিল্লি: ভারতে বাড়তে চলেছে মোবাইল বিল। মোবাইল পরিসেবা প্রদানের জন্য ব্যবহ্রত স্পেকট্রামের ন্যূনতম মূল্য বাড়িয়ে ১৪ হাজার কোটি রুপি ধার্য্য করেছে কেন্দ্রীয় সরকার।

এর ফলে মিনিটে ৩০ পয়সা করে কল রেট বাড়াতে পারে মোবাইল পরিসেবা দানকারী সংস্থাগুলো।

মোবাইলে কথা বলার জন্য এক ধাক্কায় অনেকটাই বেশি অর্থ খরচ করতে হতে পারে জনগণকে৷

শনিবার ভারতব্যাপী মোবাইল ফোনের স্পেকট্রামের ন্যূনতম মূল্য ১৪ হাজার কোটি রুপি বেঁধে দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা।

কেন্দ্রীয় মন্ত্রিসভার ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে এ সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠী ন্যূনতম নিলামমূল্য ঠিক করেছিল ১৫ হাজার কোটি রুপি।

ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা `ট্রাই` -এর দর বেঁধে দিয়েছিল ১৮ হাজার কোটি রুপি। কিন্তু প্রধানমন্ত্রী ১৪ হাজার কোটি রুপির মূল্যের ব্যাপারে সম্মতি দেন।
 
মোবাইল পরিসেবা প্রদানকারী সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (সিওএআই) পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের এ সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়তে হতে পারে সংস্থাগুলোকে ৷ফলে সঠিক পরিসেবা দেওয়ার জন্য প্রতি মিনিটে ৩০ পয়সা কলরেট বাড়ানো হতে পারে৷ এর ফলে মার খাবে মোবাইল ফোনের ব্যবসাও।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।