ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

খাদ্য সুরক্ষার দাবি নিয়ে মনমোহনের কাছে বাম প্রতিনিধি দল

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১২

নয়াদিল্লি: এপিএল-বিপিএল না দেখে সব দরিদ্র মানুষকে গণবণ্টন ব্যবস্থার মধ্যে আনার দাবি জানিয়েছে ভারতের চার বাম দল। একইসঙ্গে উদ্বৃত্ত খাদ্যশস্য খরাকবলিত এলাকায় বন্টনের দাবি জানিয়েছেন দলগুলোর নেতারা।

 

শনিবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে এ সংক্রান্ত স্মারকলিপি জমা দেন চার সদস্যের বাম প্রতিনিধি দল। স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রধানমন্ত্রী তাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বাম নেতারা।

গত শুক্রবারই শেষ হয়েছে দেশের সব নাগরিকের জন্য খাদ্য সুরক্ষার দাবিতে বামেদের ৫ দিনের আন্দোলন।

স্মারকলিপি দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সে দাবিগুলোই পেশ করেছেন চার বাম দলের প্রধান প্রকাশ কারাট, দেবব্রত বিশ্বাস, এস সুধাকর রেড্ডি এবং অবণী রায়। কেন্দ্রের আনা খাদ্য সুরক্ষা বিলের বেশ কিছু অংশ নিয়ে আপত্তি রয়েছে বামেদের।

তাদের বক্তব্য, বিলের আওতায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আনা হয়নি। অথচ এদের একটা বড় অংশই দারিদ্র্যসীমার নিচে বাস করে।

বামেদের দাবি, এপিএল, বিপিএলে ভাগ না করে সবাইকেই গণবন্টন ব্যবস্থার মধ্যে আনতে হবে। খাদ্য সুরক্ষা বিল সংশোধন করে আসন্ন বাদল অধিবেশনে পেশ করার দাবিও তুলেছে বাম দলগুলো।

সরকারের ঘরে প্রায় ৫ কোটি টন খাদ্যশস্য মজুদ রয়েছে বলে বামেদের দাবি। তার মধ্যে প্রায় ২৫ লাখ টন রফতানি করা হয়েছে।

বাম প্রতিনিধি দলের দাবি, রফতানি না করে ওই খাদ্যশস্য খরা কবলিত এলাকায় বণ্টন করুক কেন্দ্র।

আগামী ১২ সেপ্টেম্বর এফসিআইয়ের গুদামগুলো ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন বামেরা।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।